ঢাকা অফিস
জামায়াতে ইসলামের আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ‘অবশ্যই দেশকে সুশৃঙ্খল অবস্থান আনতে আমাদের একটি কার্যকর নির্বাচন লাগবে। আমরা আশা করছি আগামী বছরের প্রথম অংশে এ নির্বাচন হবে। কিন্তু অতীতের বস্তাপচা ধারার কোনো নির্বাচন আমরা চাই না এবং মেনে নেবো না।’
বুধবার (২৩ জুলাই) বিকালে বিয়ানীবাজার পৌর শহরের একটি কমিউনিটি সেন্টারে জামায়াতে ইসলামীর জনশক্তি ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘অবশ্যই দেশকে সুশৃঙ্খল অবস্থান আনতে আমাদের একটি কার্যকর নির্বাচন লাগবে। আমরা আশা করছি আগামী বছরের প্রথম অংশে এ নির্বাচন হবে। কিন্তু নির্বাচন কেমন চাই? আমাদের ষ্পষ্ট বক্তব্য অতীতের বস্তাপচা ধারার কোনো নির্বাচন আমরা চাই না এবং মেনে নেবো না।
নির্বাচন হতে হবে স্বচ্ছ। সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ডের উপর। সমতল মাঠ নিশ্চিত করেই নির্বাচন করতে হবে। প্রশাসনকে নিরপেক্ষ করতে হবে, কোনো মাস্তানতন্ত্র চলবে না, কালো টাকার খেলা মানব না। এগুলো নিশ্চিত করে আগামী বছরের প্রথম অংশে নির্বাচন আয়োজন করতে হবে।’
স্থানীয় নির্বাচন আগে দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ‘আমরা স্থানীয় সরকার নির্বাচনের কথা বলেছি দুর্ভোগ কমানোর জন্য। বহু জায়গায় জনপ্রতিনিধি নাই-জনগণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ কিসের রাজনীতি জনগণকে আমি সাফারিংয়ের মধ্যে রেখে দেবো। আমরা বলেছি আগে স্থানীয় নির্বাচন দিয়ে জনগণের দুর্ভোগ কমানোর জন্য।’
কালো টাকার প্রভাব এবং মাসল পাওয়ার-নির্ভর রাজনীতি ও নির্বাচন বন্ধ করতে সরকারকে ব্যবস্থা গ্রহণ করতে হবে জানিয়ে তিনি বলেন, নির্বাচনের লক্ষ্যে যেসব সংস্কার প্রয়োজন সেগুলো দ্রুত সংস্কার করা হোক। আমরা নির্বাচন বিলম্ব চাই না তবে সুষ্ঠু, সুন্দর ও গ্রহণ যোগ্য, কালো টাকার প্রভাব মুক্ত নির্বাচন চাই।
জুলাই গণঅভূত্থ্যানে একক কোন মাস্টার মাইন্ড নেই জানিয়ে জামায়াতের ইসলামির আমির বলেন, ‘অভ্যূত্থানে যেসব সকল নারী পুরুষ, ছাত্র যুবক এবং যুবতীরা অংশ নিয়েছেন সবাই মাস্টার মাইন্ড ছিলেন। জুলাই আন্দোলনে একক কোন মাস্টার মাইন্ড ছিলো না।’
বিগত আওয়ামী লীগ শাসন আমলের দুর্নীতি ও বিদেশে টাকা পাচারের বিষয় উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে বিগত সাড়ে ১৫ বছরে বিদেশে কোটি কোটি টাকা পাচার করা হয়েছে। যা দেশের এক বছরের বাজেটের পাঁচগুণ।
তিনি বলেন, দেশকে সুন্দরভাবে পরিচালিত করতে হলে চারিত্রিকভাবে দুর্নীতি মুক্ত হতে হবে। যেসব দল দেশ পরিচালনায় ছিল তারা শুধু দুর্নীতির মাধ্যমে নিজের এবং দলের উন্নতি করেছে। দেশের কোন উন্নয়ন করতে পারেনি। যেনে রাখা ভাল আমাদের বেগম পাড়ায় কোন বাড়ি নেই। আমাদের ঠিকানা বাংলাদেশ।
জনশক্তি ও সুধী সমাবেশে উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ফয়জুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন জামায়াতে ইসলামির সহকারি সেক্রেটারি জেনারেল এড. এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকা উত্তর জামায়াতে ইসলামির আমীর ও সিলেট-০৬ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য সিলেট মহানগর জামায়াতের আমির মো. ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিশে সুরা সদস্য সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, অধ্যক্ষ আব্দুল হান্নান ও মাওলানা হাফিজ আনোয়ার হোসেন খান, সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি মো. জয়নাল উদ্দিন প্রমুখ।