জেলা প্রতিনিধি
ভোলার চরফ্যাশন উপজেলার উত্তর শিবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় একশত পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) এই কর্মসূচির আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সুশীলন’, যা বাস্তবায়নে সহায়তা করেছে ‘উপকূলবন্ধু’।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশের ভারসাম্য রক্ষা ও স্থানীয় বাসিন্দাদের বৃক্ষরোপণে উৎসাহিত করতেই এ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। বিতরণকৃত চারার তালিকায় ছিল ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা।
উত্তর শিবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে অনুষ্ঠিত এই আয়োজনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও উপস্থিত ছিলেন সুশীলনের কর্মকর্তারা।
চারা বিতরণে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। অংশগ্রহণকারী পরিবারগুলো গাছের চারা পেয়ে সন্তোষ প্রকাশ করেছে এবং এগুলো যত্নসহকারে রোপণ ও পরিচর্যার অঙ্গীকার করেছে।
সুশীলন ও উপকূলবন্ধুর এই যৌথ উদ্যোগ চরফ্যাশন অঞ্চলে পরিবেশবান্ধব সচেতনতা ও সবুজায়ন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।