ঢাকা অফিস :
গত ৬ আগস্ট রোজ বুধবার বাংলাদেশ বিমানযোগে আমি ঢাকা এয়ারপোর্ট থেকে থাইল্যান্ডের ব্যাংকক শহরে যাচ্ছিলাম। দুপুর বারোটা বাজে বিমানটি ছাড়ার পর প্রায় এক ঘন্টা আকাশে চলছে। হঠাৎ দেখতে পেলাম আকাশে বিমানটি হেলছে এবং দুলছে।
পরবর্তীতে জানা গেল যান্ত্রিক গোলযোগে বেশ সমস্যা দেখা দিয়েছে, রাডারের মাধ্যমে ব্যাংকক কে জানানো হলো বিমানের সমস্যা গুলো, থাইল্যান্ড রাজি হলো না তাদের দেশে বিমানটি ঢুকে পড়ুক, তারা স্যাটেলাইটে জানিয়ে দিল তোমরা বিমান নিয়ে ফেরত যাও, বিমানের ভিতরে আতঙ্ক ছড়িয়ে পড়লো, পরে বিমানটি ঘুরিয়ে প্রায় ৪৫ মিনিট ফর ঢাকা বিমানবন্দরে অবতরণ করলো।
আমি বাংলাদেশ বিমানকে চ্যালেঞ্জ দিয়ে বলছি- সেই দিন এই বিমানটি বিধ্বস্ত হওয়ার ৮০% সম্ভাবনা ছিল, তাহলে এতগুলি প্রাণের আজ কে জবাব দিত??? পুনরায় সন্ধ্যা ৬ টা বাজে অন্য আরেকটি বিমানে করে আমরা ব্যাংকক এসে পৌঁছেছি। যদি বিমানটি দুর্ঘটনা ঘটতো তাহলে আমরা প্রায় ১৭০ জন যাত্রী আজ বঙ্গপ্রসাগরের তল দেশেই থাকতে হতো,,,,
মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি সাথে সাথে বলবো বিমানের সকল দুর্নীতি খুঁজে বের করে সবাইকে শাস্তির আওতায় আনা হোক। এভাবে প্রাণ নিয়ে খেলা করা যাবে না কয়েকজন মুষ্টিময় লোকের চক্রান্তে,বিমান টিকিটের সিন্ডিকেট ভাঙতেই হবে, মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়া বিমানগুলোকে সম্পূর্ণ বাদ দিতে হবে,,তবে পাঠকদের কে বলে রাখা দরকার বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত এদেশের কোন উন্নতি হয়নি। সাবেক সরকার প্রধান বলেছিলেন বাংলাদেশ বিশ্বের রোল মডেল। আমাদেরকে জানতে চায় কিভাবে আমরা এভাবে এগিয়েছি।
এই কথাগুলো সব মিথ্যে। বিশ্ব তো দূরের কথা শুধু এশিয়ার মধ্যেই ঢাকা ও বাংলাদেশ একটি আবর্জনা। উন্নতি বলতে কিছু নেই শুধু হয়েছে লুটপাট, স্বৈরাচার, দেশের অর্থ লুট, আর রাজনীতির নামে টোকাই তৈরি। কখনো কোন নেতা কখনো কোন রাজনীতিবিদ কখনো কোন আমলা এদেশের উন্নতি ছায়নি,যেই সুযোগ পেয়েছে সেই করেছে পকেট ভারি।
ওরা মৃত্যুবরণ করবে, ওদের ধ্বংস হবে, ওদের সময় সীমিত, ওরা কখনো বুঝিনি, বাংলাদেশে আইন বিভাগ ধ্বংস, শিক্ষা নীতি ধ্বংস, ইয়াবার নেশা দিয়ে যুবসমাজকে ধ্বংস। প্রজেক্টর নামে ৭৫% টাকা লুটপাট। রাস্তাঘাট সবকিছুই, এগুলি করলে ও তিন মাসেরই মধ্যেই সব হয়ে যায় ধ্বংস হয়ে যায়। মেগা প্রজেক্ট বলতে পৃথিবীতে কোথাও নাই। কাজ ও দুর্নীতি- তার কারণে কাজের কোন মান থাকেনা। এদেশের যারা টাকা লুট করে, পরিবার সহ আল্লাহ তাআলার গজবে তারা সবাই নিপতিত হোক।
(ফেসবুক পোস্ট থেকে সংগৃহিত)
লেখক: নুর মোহাম্মদ ভুইয়া, (সি আই পি)
বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক।