ঢাকা অফিস :
পশ্চিমে ইসলামের বিস্তার ঠেকাতে শত্রুরা বহুদিন ধরে একদিকে সহিংসতার নাটক সাজাচ্ছে, অন্যদিকে মুসলমানদের ভাবমূর্তি ধ্বংসের নতুন ফাঁদ পাতছে। তারা নিজেরাই আইএসআইএস, জেএমবি’র মতো গোষ্ঠীকে প্রমোট করেছে, যাতে এসব গোষ্ঠীর সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে ইসলামকে “সহিংস ধর্ম” হিসেবে প্রমাণ করা যায়।
এখন তারা আরও সূক্ষ্ম কৌশল নিয়েছে—“গণতন্ত্র-ফোবিয়া” তৈরি। পরিকল্পিতভাবে মুসলমানদের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে—“গণতন্ত্র হারাম”, “গণতন্ত্র কুফরি” ইত্যাদি। উদ্দেশ্য একটাই: মুসলমানদের গণতন্ত্রবিরোধী বানানো, যাতে পশ্চিমের সাধারণ মানুষের চোখে তারা সহজেই “উগ্রবাদী” ও “সন্ত্রাসী” প্রমাণিত হয়।
কারণ পশ্চিমা মানুষ গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধকে গভীরভাবে ভালোবাসে, আর ধর্মের নামে জোরজবরদস্তিকে ঘৃণা করে। এই মনস্তত্ত্ব কাজে লাগিয়ে তারা মুসলমানদের দুই ভাগে ভাগ করছে—“গণতান্ত্রিক/মডারেট” ও “জঙ্গি”—যাতে ইসলামপন্থীদের ইমেজ চিরতরে কলঙ্কিত থাকে এবং ইসলামের সত্য বার্তা পশ্চিমা জনমনে পৌঁছানোর আগেই স্তব্ধ হয়ে যায়।
লেখক: আল মাহমুদ গোলদার
বিশিষ্ট কলাম লেখক, রাজনীতিবিদ।