S M Zakir Hossain
ঢাকা-১৫ আসন
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর,কাফরুল জোন( ঢাকা-১৫ আসনের উদ্যোগে) এক রুকন সম্মেলন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর নায়েবে আমীর আব্দুর রহমান মুসার সভাপতিত্বে এবং কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরীর সহকারি সেক্রেটারি ডা.ফখরুদ্দিন মানিকের পরিচালনায় আজ সন্ধ্যা ৭ টায় মিরপুর-১৩ এর ৪ নং কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহা সেলিম উদ্দিন এবং বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর সেক্রেটারি ড. রেজাউল করিম, উপস্থিত ছিলেন মহানগরী জামায়াতের কর্মপরিষদ সদস্য ও মিরপুর পূর্ব থানা আমীর শাহ আলম তুহিন, কাফরুল দক্ষিণ থানা আমীর উপাধ্যক্ষ আনোয়ারুল করিম, কাফরুল উত্তর থানা আমীর রেজাউল করিম প্রমুখ। অনুষ্ঠানে কয়েক হাজার রুকন সমাবেশে যোগ দেন।