সাতক্ষীরা অফিস::
সাতক্ষীরা সদর উপজেলা বল্লী মোঃ মজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শফিকুর রহমানের উপর বিএনপি নেতাদের হামলার প্রতিবাদে শিক্ষার্থীরা মানববন্ধন করেছে।
সোমবার (১৮ আগস্ট) বেলা ১২:৩০ মিনিটের দিকে বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীদের সাথে শিক্ষকরাও সংহতি প্রকাশ করে মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে অংশ নিয়ে বল্লী মোঃ মজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ,কে,এম,আজহারুল ইসলাম (মুকুল) বলেন স্থানীয় বিএনপি নেতারা আমার প্রতিষ্ঠানে এসে প্রতিষ্ঠানের শিক্ষক শফিকুলকে সন্ত্রাসী কায়দায় ছাত্রদের সামনে যেভাবে হামলা করেছে সেটা নজিরবিহীন। অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে। শিক্ষকের উপর হামলায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা।
অত্র প্রতিষ্ঠানের ৯ম শ্রেনীর শিক্ষার্থী মাদিনা সুলতানা বলেন, আমাদের শিক্ষকের নামে যে অভিযোগ আনা হয়েছে এটা সম্পুর্ন মিথ্যা বানোয়াট । আমরা তার ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বিএনপি নেতা রবিউল ইসলাম, যুবদল নেতা শাহীন, রাশেদ রেজাসহ যারা আমাদের শিক্ষকের উপর হামলা করেছে তাদের বিচার চাই, তাদের অনতিবিলম্বে গ্রেফতার চাই।
শিক্ষার্থীদের মধ্যে আরো বক্তব্য দেন, রশনি আক্তার (১০ম শ্রেণি), রোকসানা আক্তার (৯ম শ্রেণি), সাবিহা (৯ম শ্রেনি) সহ প্রমুখ।
মানববন্ধনে উপস্থিত থেকে প্রতিবাদী বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠান সহকারী শিক্ষক আনোয়ার হোসেন, ডঃ অলিয়ার রহমান,শিক্ষক সামছুর রহমান (স্বপন) প্রমুখ।
উল্লেখ্য সাতক্ষীরা সদর উপজেলা বল্লী মোঃ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক শফিকুলের বিরুদ্ধে মেয়ে ঘটিত অভিযোগ এনে স্কুল চলাকালীন মারধর করে স্থানীয় বিএনপি নেতারা স্কুল থেকে বের করে বল্লী ইউনিয়ন পরিষদে আটকিয়ে রাখে অতঃপর ছাত্র ছাত্রীরা সম্মিলিতভাবে প্রতিবাদ জানালে উক্ত শিক্ষককে ছেড়ে দেয়া হয়।