আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হাসানুল বান্না পদত্যাগ করেছেন। অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমন এইচ তামিম।
মঙ্গলবার ১৯ আগষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চীফ প্রসিকিউটর বরাবর পদত্যাগ এর আবেদন জমা দেন। চীফ প্রসিকিউটর তার আবেদন মঞ্জুর করে মন্ত্রণালয়ে পাঠিয়েছেন বলে জানান গাজী তামিম।
প্রসিকিউটর হাসানুল বান্না দীর্ঘদিন ধরে জন্ডিস ও লিভার জনিত সমস্যায় ভুগছেন। নিয়োগের পর কয়েকদিন অফিস করার পর তার এই জটিল রোগ ধরা পড়ে। এর পর থেকেই তিনি ছুটিতে ছিলেন।
২০২৫ সালের ১ জানুয়ারি প্রসিকিউটর হিসেবে নিয়োগ পান রাজশাহী জজ কোর্টের আইনজীবী হাসানুল বান্না।