1. khulnaedition@gmail.com : Khulna Edition : Khulna Edition
  2. md.ahsanulrobiul@gmail.com : Ahsanul Islam : Ahsanul Islam
  3. hasanur321@gmail.com : হাসানুর রহমান : হাসানুর রহমান
  4. habibullahbhola467@gmail.com : মোঃ হাবিবুল্লাহ : মোঃ হাবিবুল্লাহ
  5. imranbinrabiul@gmail.com : Md Imran Nazir : Md Imran Nazir
  6. mizan070301@gmail.com : মোঃ মিজানুর রহমান : মোঃ মিজানুর রহমান
  7. mahedihasananas@gmail.com : Mahedi Hasan Anas : Mahedi Hasan Anas
  8. zakirnet@yahoo.com : SM ZAKIR Hossain : SM ZAKIR Hossain
  9. admin@www.khulnaedition.com : খুলনা এডিশন :
  10. zaberhosen1143@gmail.com : মোঃ জাবের হোসেন : মোঃ জাবের হোসেন
মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৫ অপরাহ্ন

এসিল্যান্ডের সহযোগিতায় ভিক্ষুক থেকে স্বাবলম্বী হলেন হানিফ

এইচ এ শরিফ , বোরহানুদ্দিন প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে
Whatsapp Image 2025 08 20 At 11.41.14 Pm
এসিল্যান্ড এবং ভিক্ষুক হানিফ

এইচ এ শরীফ: বোরহানউদ্দিন, ভোলা

ভোলা জেলার বোরহানউদ্দিন পৌরসভার ৭ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ হানিফ দীর্ঘদিন ধরেই দুর্ঘটনায় হাত ও পা গুরুতরভাবে আহত হওয়ার পর অসহায় জীবনযাপন করছিলেন। শারীরিক অক্ষমতার কারণে তিনি মানুষের সাহায্য ও সহযোগিতার উপর নির্ভরশীল হয়ে পড়েছিলেন। এক সময় জীবনের তাগিদে তাকে ভিক্ষার পথ বেছে নিতে হয়। কিন্তু সমাজ ও রাষ্ট্রের কল্যাণে গৃহীত মানবিক উদ্যোগ তার জীবন পাল্টে দিলো।

বুধবার (২০ আগস্ট ২০২৫) বোরহানউদ্দিন পৌরসভা কর্তৃক গৃহীত ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় জনাব হানিফকে একটি ডিম ও মুরগির দোকান করে দেওয়া হয়। প্রাথমিকভাবে তিনি চা-পান-মুদি দোকান চালানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন। তবে তার শারীরিক সীমাবদ্ধতা বিবেচনায় পৌর প্রশাসন মনে করেন, একাধিক পণ্য একসাথে সামলানো তার জন্য কষ্টকর হবে। তাই তাকে একটি সহজ ও লাভজনক ব্যবসা হিসেবে ডিম ও মুরগির দোকানের প্রস্তাব দেওয়া হয়। তিনি এতে সানন্দে রাজি হন।

 

তার নতুন দোকানে ব্রয়লার, সোনালী ও দেশি মুরগির পাশাপাশি তাজা ডিম পাওয়া যাবে। এই দোকানের মাধ্যমে তিনি এখন স্বাবলম্বী জীবন শুরু করতে যাচ্ছেন।

উদ্যোগ সম্পর্কে বোরহানউদ্দিন পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান বলেন, আমাদের লক্ষ্য একটি ভিক্ষুকমুক্ত পৌরসভা গড়া। হানিফকে এই দোকান দেওয়ার মাধ্যমে আমরা তাকে স্বাবলম্বী হওয়ার সুযোগ করে দিয়েছি। এখন নাগরিকদের দায়িত্ব তার পাশে দাঁড়ানো এবং তার দোকান থেকে ডিম ও মুরগি ক্রয় করা।

পৌরবাসীর পক্ষ থেকে এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানানো হয়েছে। স্থানীয়রা বিশ্বাস করেন, এ ধরনের কার্যক্রম সমাজ থেকে ভিক্ষাবৃত্তি দূর করার পাশাপাশি অসহায় মানুষের আত্মমর্যাদা ফিরিয়ে আনবে।

এ বিষয়ে সাংবাদিক এইচ এ শরীফ বলেন, একজন ভিক্ষুক থেকে ছোট ব্যবসায়ী হয়ে ওঠার এই সাফল্য কেবল হানিফের নয়, বরং পুরো সমাজের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত খুলনা এডিশন-২০২৫
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট