খুলনা এডিশন::
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) সংসদ নির্বাচনী আসনের এমপি প্রার্থী, জননেতা ড. মোবারক হোসাইন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার জনাব মাহমুদা জাহান এর সাথে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
২০ আগষ্ট বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে ব্রাহ্মণপাড়া উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে তিনি জনদুর্ভোগ লাঘব ও জনস্বার্থে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। বিশেষভাবে তিনি—
-রাস্তাঘাট উন্নয়ন ও সংস্কার,
-খাল পরিষ্কার ও জলাবদ্ধতা নিরসন,
-শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও সংস্কার,
-স্থানীয় জনসাধারণের মৌলিক নাগরিক সুবিধা নিশ্চিতকরণ। প্রসঙ্গগুলো গুরুত্বের সাথে তুলে ধরেন।
তিনি আশা প্রকাশ করেন যে, উপজেলা প্রশাসনের সহযোগিতায় এলাকার সামগ্রিক উন্নয়ন এগিয়ে যাবে এবং একটি আধুনিক, উন্নত ও সমৃদ্ধ ব্রাহ্মণপাড়া গড়ে উঠবে।