ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদল দুপুর ১২ টায় প্যানেল ঘোষণা করেছে।
২০ শে আগস্ট দুপুর ১২ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম ডাকসুর নির্বাচনে ছাত্রদল মনোনীত প্যানেলের সদস্যদের নাম ঘোষণা করেন। ভিপি পদে আবিদুল ইসলাম খান, জিএস পদে তানভীর বারী হামিম ও এজিএস পদে তানভীর আলম হাদিস মায়েদের নাম ঘোষণা করেন। পরে সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ২৮ পদের অন্যান্য সদস্যদের নাম ঘোষণা করেন। যাদের মধ্যে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক আরিফুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এহসানুল ইসলাম,কমনরুম, ক্যাফেটেরিয়া নিয়ন্ত্রণ সম্পাদক তেমন ফারিয়া ইসলাম মেঘলা, আন্তর্জাতিক সম্পাদক মেহেদী হাসান।
জুলাই যোদ্ধা আহত তন্বীর প্রতি সম্মান দেখিয়ে গবেষণা ও প্রকাশনা পদে কোন প্রার্থীতা দেয়নি জাতীয়তাবাদী ছাত্রদল।
Fb Img 1755680188633
Fb Img 1755680186224