খুলনা এডিশন::
সাতক্ষীরার সদর উপজেলার ৫ নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২০ আগস্ট (বুধবার) বাদ মাগরিব ৫নং ওয়ার্ড লাবসা ঝউতলা জামে মসজিদে মাসিক কর্মী সমাবেশে ইউনিয়ন জামায়াতের ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর শহীদুর রহমানের সভাপতিত্বে ও টিম সদস্য হাফেজ আমিরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের টিম সদস্য শহীদ হাসান।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সদস্য মাওলানা ওয়ারেস হোসেনসহ ইউনিয়নের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্য শহীদ হাসান বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে গতিশীল করার জন্য গ্রুপ দাওয়াতি কাজ করার আহ্বান জানান এবং স্থানীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে ইসলামী আন্দোলনের কাজে অংশগ্রহণের জন্য উৎসাহিত করেন।