খুলনা এডিশন::
সাতক্ষীরা -৩ ও ৪ সাংসদীয় আসনের সীমানা পূনবিন্যাসের দাবীতে উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডলের নিকট স্মারকলিপি পেশ করা হয়েছে।
২০ আগষ্ট বুধবার কালিগঞ্জ উপজেলাবাসীর পক্ষে সাবেক সংসদ সদস্য ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা- ৪ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলামের নেতৃত্বে উক্ত স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, কালিগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি সহযোগী অধ্যাপক ডক্টর মিজানুর রহমান,, সাংবাদিক ফোরামের সহ সভাপতি অধ্যক্ষ আবু রাসেল আশকারী,গাজী মিজানুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কালিগঞ্জ উপজেলা আহবায়ক আমীর হামজা,সাংবাদিক ফোরামের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, মর্নিং পোস্ট প্রতিনিধি মো: আনোয়ারুল ইসলাম,সমন্বয়ক মারুফ।
উল্লেখ্য বিগত ৩০ জুলাই ২০২৫ নির্বাচন কমিশন সাতক্ষীরা – ৩ ও ৪ আসনের সীমানা পুনঃ বিন্যাস করে খসড়া গেজেট প্রকাশ করে, নতুন ভাবে শ্যামনগর ও আশাশুনি উপজেলার সমন্বয়ে সাতক্ষীরা – ৪ ও কালিগঞ্জ -দেবহাটা উপজেলার সমন্বয়ে সাতক্ষীরা -৩ আসন ঘোষণা করলে এই দুই আসনের জনসাধারণের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়ে এবং তারা বিক্ষোভ, মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করে,নেটিজেনরা নির্বাচন কমিশনের সমালোচনা করে ফেসবুক, টুইটারে ব্যাপকভাবে প্রচার চালায়।
স্মারকলিপি প্রদানকালে বীরমুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম বলেন স্বাধীনতার পরে ১৯৭১ থেকে ২০০৮ সাল পর্যন্ত সাতক্ষীরায় ৫ টি সাংসদীয় আসন বিদ্যামান ছিল। ২০০৮ সালে মঈন উদ্দিন ও ফখরুদ্দিন সরকার সাতক্ষীরার জনগনকে অবাক করে ষড়যন্ত্রমুলক ভাবে একটি আসন কমিয়ে সাতক্ষীরা-৪ নির্বাচনী আসন নির্ধারণ করে,সেই থেকে সাতক্ষীরাবাসী বঞ্চিত। সুমুদ্র উপকুলবর্তী প্রত্যন্ত অঞ্চল ও দূর্যোগ প্রবন এই অঞ্চলের মানুষের প্রাণের দাবী পূর্বের ন্যায় সাতক্ষীরার ৫ টি সংসদীয় আসন ফিরিয়ে দিতে হবে,অথবা বিকল্প হিসেবে শ্যামনগর – কালিগঞ্জ মিলে সাতক্ষীরা -৪ ও আশাশুনি – দেবহাটা নিয়ে সাতক্ষীরা – ৩ আসন ঘোষণা করতে হবে।