খুলনা এডিশন::
সিনিয়র সাংবাদিক এম এ আজিজ বলেছেন ,‘ছাত্ররা যদি জামায়াতের সঙ্গে জোট করেও নির্বাচনে নামে তবু জামায়াতের ২-৩ জন হয়তো জিতবে। এদের কেউই জিতবে না। কারণ জনগণ বুঝে গেছে।’
সম্প্রতি তৃতীয় মাত্রায় এক টক শোতে অংশ নিয়ে এম এ আজিজ এসব কথা বলেন।
জামায়াতের সমালোচনা করে তিনি বলেন, জামায়াত এরই মধ্যে ৩০০ আসনে মনোনয়ন দিয়ে ফেলেছে। তাহলে তারা আনুপাতিক নির্বাচনের দাবি কেন করছে? এই দ্বৈতনীতি আসলে নির্বাচনের সময় পেছানোর কৌশল। অথচ এতে কারো লাভ হচ্ছে না। জামায়াত ও এনসিপি দুটো দলই জনসমর্থন হারাচ্ছে।
এম এ আজিজ বলেন, একটি নিরপেক্ষ নির্বাচন করতে হলে যা যা আইন দরকার—তা করে দ্রুত নির্বাচন দিয়ে যাওয়া উচিত ছিল। কিন্তু এখন যা হচ্ছে, তা হলো—সংস্কারের নামে একটার পর একটা কমিশন, যেগুলোর কোনো প্রয়োজনীয়তা নেই।
সংস্কার প্রসঙ্গে আজিজ আরো বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার অপ্রয়োজনীয় অনেকগুলো সংস্কার কমিশন করেছে। যেখানে একটিমাত্র নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সংস্কার করলেই চলত। আমরা আজকের যুগে দাঁড়িয়ে জানি—আগামী ১০ বছরে বাংলাদেশের কোনো সার্টিফিকেট বা লেখাপড়া কাজে লাগবে না, যদি শিক্ষার মান ঠিক না থাকে।
অথচ এই মুহূর্তে নারী সংস্কার কমিশন, আউলা-বাউলা নানা কমিশন করে সময় নষ্ট করা হচ্ছে। এসবের সঙ্গে নির্বাচন আয়োজনের সঙ্গে কোনো সম্পর্ক নেই।