খুলনা এডিশন::
আগামী ৩০ আগস্ট ২০২৫, শনিবার নেত্রকোণা জেলা বিএনপি’র সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হবে। উক্ত সম্মেলন ও কাউন্সিল পরিচালনার জন্য নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গঠিত নির্বাচন কমিশন নিম্নরুপ ঃ
নেত্রকোণা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এর সদস্য সচিব এডভোকেট এম এ আওয়াল সেলিমকে প্রধান নির্বাচন কমিশনার, নেত্রকোনা জেলা আইনজীবি সমিতির সাবেক সহ-সভাপতি এডভোকেট মুখলেছুর রহমান, অধ্যাপক নূরে আলম ফকির, এডভোকেট সিরাজুল ইসলাম খান, জসিম আহমেদ খোকন,এডভোকেট আব্দুল কাইয়ুম উত্তান ও এডভোকেট মনসুর হোসেন চৌধুরীকে সহকারী নির্বাচন কমিশনার করে ৭ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে ।