খুলনা এডিশন::
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র–জনতা হত্যা মামলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী অধ্যাপককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ভোরে সাভারের ব্যাংক টাউন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাহমুদুর রহমান জনিকে যৌন নিপীড়নের দায়ে বরখাস্ত করা করা হয়। তিনি শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি।
পুলিশ সূত্রে জানা যায়, জনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। সাভার মডেল থানার ৪৪(৮) ২৪ নং মামলার তদন্তেপ্রাপ্ত আসামি।
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, ছাত্র হত্যা মামলার এজাহারে নাম থাকা সত্ত্বেও এতদিন তিনি আইনের বাইরে ছিলেন। আজ রাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল আদালতে পাঠানো হবে।