খুলনা এডিশন::
আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে বলেছেন, তিনি কি শুধুই বক্তব্য দেবেন, ভোটের আবেদন করবেন, নাকি গুম হয়ে যাওয়া ব্যক্তিদের জন্য বিচারের পরিকল্পনা প্রণয়নের দিকে নজর দেবেন।
বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে গুম ও খুনের শিকার পরিবারগুলোর সংগঠন ‘মায়ের ডাক’ আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলামও।
বিএনপির এই নেতার উদ্দেশে তিনি প্রশ্ন ছুড়ে বলেন, আমরা আপনার কাছ থেকে স্পষ্ট ম্যানিফেস্টো জানতে চাই- ক্ষমতায় এলে মা-বাবার পরিবার, নিখোঁজ ব্যক্তিদের পরিবার এবং অপরাধীদের বিচারের জন্য আপনি কী পদক্ষেপ নেবেন? শুধুই বক্তব্য দেবেন, ভোট চাইবেন নাকি বিচারের রূপরেখা নির্ধারণ করবেন?
তিনি বিএনপির কাছে আহ্বান জানিয়ে বলেন, বিভিন্ন বিশেষজ্ঞ ও ‘মায়ের ডাক’র পরিবারের সঙ্গে এখুনি বসে গুম-খুনের বিচারের রোডম্যাপ ঘোষণা করুন; যাতে ক্ষমতায় যাওয়ার সঙ্গে সঙ্গে কাজ শুরু করে দিতে পারেন। আগামী বছর গুম হয়ে যাওয়া ব্যক্তিদের পক্ষে যাতে আমাদের বিচারের দাবিতে রাস্তায় এসে দাঁড়াতে না হয়। এই সরকারে কাছে এবং আগামী সরকারের কাছে আমরা বাস্তব বিচার দেখতে চাই।