বাগেরহাট জেলার ৪টি আসন বহাল রাখার দাবিতে
চলছে সর্বাত্মক অবরোধ ও হরতাল কর্মসূচি। আজ রোববার (২৪ আগস্ট) ভোর ৫টা থেকে শুরু হওয়া এ কর্মসূচী চলবে বিকেল ৫টা পর্যন্ত। অবরোধের কারণে সড়ক ও নৌপথে সকল ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। অচল হয়ে পড়েছে ইপিজেড, শিল্পকারখানা, শিক্ষা প্রতিষ্ঠান, দোকানপাট, খেয়া ও ফেরি পারাপার। বন্দর জেটির কার্যক্রম ও সড়ক পথে পণ্য পরিবহণ ও বন্ধ রয়েছে। জেলার ৯টি উপজেলার সর্বাত্মক এ কর্মসূচী পালন চলছে। সকাল থেকে আন্দোলনকারীরা সড়কে গাছ ফেলে ও টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ করে। সড়কে ফুটবল ও খেলতে দেখা যায় তাদের।আন্দোলনকারীরা জানান তাদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে।