খুলনা এডিশন::
বাগেরহাটের রামপালে বিএনপির দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২৬ আগষ্ট ) অনুষ্ঠিত এ নির্বাচনে সভাপতি পদে ৪০০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন হাফিজুর রহমান তুহিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোস্তফা কামাল পাটোয়ারী পেয়েছেন ৩০৪ ভোট।
সাধারণ সম্পাদক পদে ৩৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আলতাফ হোসেন বাবু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী জাহিদুল ইসলাম পেয়েছেন ৩৩২ ভোট।
এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে ৩৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. আল আমিন হাওলাদার এবং ৩৪০ ভোট পেয়ে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. মাসুদুর রহমান পিয়াল।
নির্বাচনকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় দলীয় নেতৃবৃন্দ ও ভোটাররা সন্তোষ প্রকাশ করেছেন।