এডিশন ডেস্ক :
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপি গরিব মানুষকে ‘বাংলাদেশি’ বলে চিহ্নিত করে তাদের ওপর নানা রকম হয়রানি করছে।
বৃহস্পতিবার কলকাতার মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, গরিব মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। তারা আমাদের সমাজের অংশ, আমি জাতপাত মানি না— গরিব মানুষ আমার হৃদয়ের কাছের।
তিনি বিজেপির বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ করে বলেন, মোদি সরকার দুর্নীতির বিরুদ্ধে কথা বললেও বাস্তবে বিজেপি শাসিত রাজ্যগুলোতে চলছে সন্ত্রাস, অনিয়ম আর গুজরাট মডেলের নামে চোখে ধুলো দেওয়ার চেষ্টা।
মমতার দাবি, তার সরকার বাংলায় সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করছে, অথচ বিজেপি মানুষের অধিকার খর্ব করতে ব্যস্ত।
বক্তব্যে অমিত শাহকে ইঙ্গিত করে মমতা আরও অভিযোগ করেন, পরিবারতন্ত্রের বিরুদ্ধে কথা বললেও বিজেপি নেতাদের পরিবারই বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থায় ক্ষমতা ভোগ করছে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রয়োজনে দুর্নীতির তথ্যপ্রমাণ প্রকাশ করা হবে। পাশাপাশি নাগরিকপঞ্জি (এনআরসি) প্রসঙ্গ টেনে মমতা স্পষ্ট করে জানান, তার জীবদ্দশায় এক জনের ভোটাধিকারও কেড়ে নিতে দেওয়া হবে না। এজন্য তিনি সবাইকে ভোটার তালিকা ও আধার কার্ড সঠিকভাবে হালনাগাদ রাখার পরামর্শ দেন।