খুলনা এডিশন::
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা নলতা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে নির্বাচনী কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৭ টায় নলতা ইউনিয়নে ৫ নম্বর ওয়ার্ড পূর্ব নলতায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে নির্বাচনী কর্মী সমাবেশে নলতা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জামায়াতের সেক্রেটারি মোঃ শাহ-সিদ্দিকের সঞ্চালনায় ও নলতা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জামায়াতের সভাপতি মাওলানা আব্দুল হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলার আফিস সেক্রেটারি মাওলানা রুহুল আমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলার সূরা ও কর্ম সদস্য কাজী মুজাহিদুল আলম, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নলতা ইউনিয়নের আমীর মাষ্টার আকবার হোসেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী নলতা ইউনিয়নের সেক্রেটারি কাজী হাবিব, মাওলানা আজিজুর রহমান, মাওলানা আশরাফ মোল্লাসহ ইউনিয়নের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ন্যায় ও সত্য প্রতিষ্ঠার আন্দোলনে কর্মীদের সাহস, ত্যাগ ও সততা অপরিহার্য। তিনি আরও বলেন, সংগঠনের মূল শক্তি কর্মীরা, তাই সংগঠনকে শক্তিশালী করতে প্রতিটি কর্মীকেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও সুশাসন কায়েমের জন্য গাজী নজরুল ইসলাম ও মুহাদ্দিস রবিউল বাশারকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করা অত্যন্ত জরুরি ।
তারা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল নির্বাচনের পরিবেশ বজায় রাখতে সকলকে সহযোগিতা করার আহ্বান জানান।