খুলনা এডিশন::
আমরা সকলে মিলে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুলবো, যেখানে কেউ কোন জুলুম করতে পারবে না, যেখানে মানুষ ফিরে পাবে তার অধিকার। হিন্দু -মুসলিম, ছোট-বড় কোন মানুষে ভেদাভেদ থাকবে না।
২৯ আগস্ট (শুক্রবার) সন্ধ্যা ৭ টায় সাতক্ষীরার কালিগঞ্জের ভদ্রখালী বাজারে জামায়াতে ইসলামী কুশুলিয়া ইউনিয়ন যুব বিভাগ আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি গাজী নজরুল ইসলাম এসব কথা বলেন।
কুশুলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর বায়তুল মাল সম্পাদক আমিনুর রহমানের সঞ্চালনায় যুব সমাবেশের সভাপতিত্ব করেন ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি এবাদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি নাজমুল ইসলাম, উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম, কুশুলিয়া ইউনিয়নের সহকারী সেক্রেটারি সিরাজুল ইসলাম, ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি হাফেজ আমানুল্লাহ, ভদ্রখালী পূজা মন্দির কমিটির সভাপতি চন্ডি চরণ দে, যুব বিভাগের ইউনিয়ন সেক্রেটারি আবুল বাশার প্রমুখ।