এডিশন ডেস্ক :
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট মনোনীত ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে।
বামজোট মনোনীত প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বিএম ফাহমিদ আলম এ রিট দায়ের করেন।
রোববার (৩১ আগস্ট) বিচারপতি হাবিবুল গণির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে। রিটের পক্ষে শুনানি করবেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া। এস এম ফরহাদের পক্ষে শুনানি করবেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট মনোনীত ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে রিটের শুনানি আগামী মঙ্গবার হবে।
এসএম ফরহাদের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির এই তথ্য জানিয়েছেন। রোববার বেলা পৌনে ১২টার দিকে নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই তথ্য জানান।
তিনি লেখেন, ‘ডাকসু নির্বাচনের প্রার্থিতা বাতিল সংক্রান্ত রিট মামলার শুনানি আগামী মঙ্গলবার।’
অন্যদিকে প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করায় রিটকারীকে ধন্যবাদ জানিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন এসএম ফরহাদ।
তিনি লেখেন, ‘আমার প্রার্থিতাকে চ্যালেঞ্জ করে রিট দায়েরকারী বামজোটের নেত্রীকে তার উদ্যোগের জন্য শুভেচ্ছা জানাচ্ছি। বিভিন্ন দল কর্তৃক দীর্ঘ সময় ধরে ছবি এডিট করে, ভিডিও বানিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার করার চেয়ে আপনার আইনি উদ্যোগ তুলনামূলক ভালো অ্যাপ্রোচ।
তিনি আরো লেখেন, ‘বাধা, ষড়যন্ত্র কিংবা অপকৌশল মাড়িয়েই আমাদের নিয়মিত পথচলা; এই যাত্রায় আমরা থামব না, ইনশাআল্লাহ।’ সবশেষ ডাকসু নির্বাচনে জিএস পদপ্রার্থী হিসেবে নিজের নামের পাশে ‘ব্যালট নম্বর ০৪’ লিখে দেন পোস্টে।