এডিশন ডেস্ক::
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র একটি প্রতিনিধি দল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে।
৩১ আগস্ট (রবিবার) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এ বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এজেডএম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।
এছাড়া অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান, ওয়াহিদ উদ্দিন মাহমুদ উপস্থিত ছিলেন।
এর আগে সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাথে প্রধান উপদেষ্টার ধারাবাহিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এনসিপির আরিফুল ইসলাম,ডাঃ তাসনিম জারা,যুগ্ম সদস্য সচিব (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, আব্দুল হান্নান মাসুদ সহ ৪ সদস্যের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
বিকেলে জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এর নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা অধ্যাপক ডঃ মুহাম্মদ ইউনূস এর বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, মাওলানা রফিকুল ইসলাম খান ও সাবেক এমপি ডঃ এএইচএম হামিদুর রহমান আজাদ উপস্থিত ছিলেন।
অন্তর্বর্তী সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, খলিলুর রহমান উপস্থিত ছিলেন।