এডিশন ডেস্ক::
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করেছে হাইকোর্ট।
সোমবার (১ সেপ্টেম্বর) বিচারপতি হাবিবুল গণির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এক রিট আবেদনের ওপর শুনানিতে এ আদেশ দেওয়া হয়। আগামী ৩০ শে অক্টোবর পর্যন্ত নির্বাচন স্থগিত করেছে হাইকোর্ট, বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী এডভোকেট শিশির মনির।
ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগ এনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট এর জিএস প্রার্থী এস এম ফরহাদ এর প্রার্থীতা বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেন বামজোটে প্রার্থী বিএম ফাহমিদা ইসলাম।
আদালতে এ সংক্রান্ত রিটের শুনানিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন আইনজীবী শিশির মনির। রিটকারীর পক্ষে ছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।
এর আগে ঘোষিত তফসিল অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কেন্দ্রীয় কমিটি ও হল সংসদগুলোর নির্বাচন আগমী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
এবিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী এডভোকেট শিশির মনির বলেন, নির্বাচন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পূর্ণ প্রস্তুতি রয়েছে, সুতরাং হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে ইমিডিয়েট আইনী ব্যবস্থা নেয়া হবে বলে জানান।