এডিশন ডেস্ক::
খুলনায় আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে অস্বচ্ছলদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
০২ সেপ্টেম্বর মঙ্গলবার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর খুলনা মহানগর সভাপতি আজিজুল ইসলাম ফারাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেলাই মেশিন বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও খুলনা মহানগর সেক্রেটারি, খুলনা -২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী এডভোকেট জাহাঙ্গীর হোসাইন হেলাল। এছাড়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা মহানগরীর বিভিন্ন নেতা কর্মী উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি ২ জন পুরুষ ও ১ জন নারীকে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন দেয়া হয়।