এডিশন ডেস্ক::
ডাকসু বানচালের ষড়যন্ত্র, নারী হেনস্তা, চবি ও বাকৃবিতে শিক্ষার্থীদের ওপর হামলা এবং ছাত্রশিবিরের বিরুদ্ধে অব্যাহত মিথ্যাচারের প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা মহানগরের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ (২ সেপ্টেম্বর, মঙ্গলবার) দুপুর ২টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাব থেকে মিছিলটি শুরু হয়ে শাহবাগে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভোত্তর সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম।
ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি রেজাউল করিম শাকিলের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ, প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম।
এছাড়া বিক্ষোভে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদী, ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম, ছাত্রকল্যাণ সম্পাদক হাফেজ ডা. রেজওয়ানুল হক, সাংস্কৃতিক সম্পাদক হাফেজ আবু মুসা, ঢাকা মহানগর পূর্ব সভাপতি আসিফ আব্দুল্লাহসহ ঢাকা মহানগর ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।