জেলা প্রতিনিধি :
ভোলার চরফ্যাশনে আলোচিত স্ত্রী ও সন্তান হত্যার মামলায় স্বামী ও দেবরকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন নিহত জাহানারা বেগমের স্বামী মো. মাহাবুব আলম এবং তার ভাই মো. ইব্রাহিম।
বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে চরফ্যাশনের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. শওকত হোসাইন এ রায় ঘোষণা করেন।
মামলার নথি থেকে জানা যায়, পারিবারিক জমি-জমা বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষকে ফাঁসানোর উদ্দেশ্যে আসামিরা হত্যার পরিকল্পনা করে। ২০১৮ সালের ৩০ মার্চ চর মাদ্রাজ ইউনিয়নের চর আফজাল গ্রামে এই ভয়াবহ হত্যাকাণ্ড ঘটে। গভীর রাতে ঘুমন্ত অবস্থায় জাহানারা বেগমকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে স্বামী মাহাবুব ও দেবর ইব্রাহিম। হত্যার দৃশ্য তাদের ৮ বছরের ছেলে আবীর দেখে ফেললে তাকেও শ্বাসরোধে হত্যা করে বাড়ির পাশের ডোবায় ফেলে দেওয়া হয়।
পরে নিহত জাহানারার বাবা সৈয়দ আলী চৌকিদার বাদী হয়ে চরফ্যাশন থানায় হত্যা মামলা দায়ের করেন।
রায় ঘোষণার সময় বিচারক শওকত হোসাইন বলেন, “এটি ঠান্ডা মাথায় সংঘটিত নৃশংস জোড়া খুন। আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।”
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট হযরত আলী হিরণ। তিনি জানান, সাক্ষ্যপ্রমাণ ও আসামি মাহাবুবের স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে আদালত এই রায় দিয়েছেন।
রায়ে মাহাবুব আলম ও ইব্রাহিমকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড, প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। তবে মামলার অপর আসামি মান্নান মাঝিকে বেকসুর খালাস দেন আদালত।
রায় ঘোষণার সময় আদালতকক্ষে নিহতদের স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। দীর্ঘদিন পর ন্যায়বিচার পাওয়ায় তারা আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয় আইনজীবী ও জনসাধারণও বিচারকের সাহসী ও সঠিক রায় দেওয়ার জন্য ধন্যবাদ জানান।