এডিশন ডেস্ক::
ছাত্রদলের উগ্র ও সন্ত্রাসী স্লোগান এবং ছাত্রসংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ ৩ সেপ্টেম্বর (বুধবার) বিকেল ৪টায় মতিঝিল শাপলা চত্বর থেকে মিছিল শুরু হয়ে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ।
ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদী ও সাহিত্য সম্পাদক ডা. নাঈম তাজওয়ার। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আসাদুজ্জামান, মাদরাসা সম্পাদক আলাউদ্দিন আবির, প্ল্যানিং এ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক রিয়াজুল ইসলামসহ মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।