এডিশন ডেস্ক::
সাতক্ষীরার কালিগঞ্জে কুশুলিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে পূর্ব বাজারগ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
বুধবার (৩ সেপ্টেম্বর) মেডিসিন ও শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ দেবীপ্রসাদ দাশ ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাঃ জান্নাতুল ফেরদৌস রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন।
বিকাল ৩ টায় অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে ছাত্রশিবিরের সাবেক উপজেলা সভাপতি মাসুদ রানার সঞ্চালনায় ১ নং ওয়ার্ড সভাপতি শেখ নুর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আব্দুল জলিল, সহ: সেক্রেটারি সিরাজুল ইসলাম, আব্দুল আমিন, আলতাফ প্রমুখ।
দরিদ্র, অসহায়, দুঃস্থ বিভিন্ন বয়সের ২০৬ জন রোগী বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা সেবা গ্রহণ করতে পারায় জামায়াতে ইসলামীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।