এডিশন ডেস্ক :
রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলের দরবারে হামলার ঘটনায় পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগে অজ্ঞাতনামা ৩ হাজার ৫০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে গোয়ালন্দ ঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম মোল্লা বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম।
ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন প্রশাসন। তবে দরবার এলাকা ঘিরে সাধারণ মানুষের ভিড় এখনও অব্যাহত রয়েছে।
গতকাল শুক্রবার জুমার নামাজের পর গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে নুরাল পাগলের দরবারে বিক্ষুব্ধ জনতা হামলা চালায়। এসময় দরবারে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
ঘটনায় নুরাল পাগলের ভক্তদের সঙ্গে সংঘর্ষে একজন নিহত হন এবং উভয় পক্ষের অন্তত শতাধিক ব্যক্তি আহত হন।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে গেলে পুলিশের ওপর হামলা চালানো হয় এবং তাদের গাড়ি ভাঙচুর করা হয়। এতে ১০ থেকে ১২ জন পুলিশ সদস্য আহত হন। হামলাকারীরা নুরাল পাগলের মরদেহ কবর থেকে উত্তোলন করে পুড়িয়ে দেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, নুরুল হক ওরফে নুরাল পাগল গত ২৩ আগস্ট মারা যান। ভক্তরা তাকে দরবারের ভেতর কবর দেন এবং কবরের উপরে ১০-১২ ফুট উঁচু একটি স্থাপনা নির্মাণ করেন। সেটি দেখতে অনেকটা কাবা শরীফের আদলে হওয়ায় স্থানীয় ধর্মপ্রাণ মানুষ এ নিয়ে আপত্তি জানান।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুক্রবার জুমার নামাজের পর তৌহিদি জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে তারা দরবারে হামলা চালিয়ে কবর ভেঙে মরদেহ উত্তোলন করে আগুনে পুড়িয়ে ফেলে