এডিশন ডেস্ক::
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম বলেছেন, দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কারো পক্ষে ফ্যাসিবাদী হয়ে ওঠার সম্ভাবনা নেই। এ পদ্ধতির নির্বাচনে কোয়ালিটি সম্পন্ন সংসদ গঠিত হয়। ছোট-বড় সব দল আইন প্রণয়ন ও দেশ গঠনে অবদান রাখতে পারে। তাই জনপ্রত্যাশা এবং ঐকমত্য কমিশনে অনেকগুলো রাজনৈতিক দলের ঐকমত্যের প্রেক্ষিতে সরকারের উচিত পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠান করা।
৬ সেপ্টেম্বর (শনিবার) সকালে নীলফামারী-২ নং আসন পরিচালক ও জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী সদর আসনের দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নির্বাচন প্রসঙ্গে সরকারের উদ্দেশে তিনি বলেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে নয়, জামায়াতে ইসলামী এখনই নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তবে নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি প্রদান করতে হবে এবং অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে তার আলোকে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে হবে। পাশাপাশি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে, যাতে ভোটারগণ স্বতঃস্ফূর্তভাবে ও নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।
তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, নির্বাচনী কাজে আমাদের সকলকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। প্রতিটি ভোটারের নিকট গিয়ে ভোট চাইতে হবে। তাদেরকে বুঝাতে হবে জামায়াতে ইসলামীর প্রার্থীদের মত সৎ, যোগ্য ও দেশপ্রেমিক প্রার্থীদের বিজয়ী করতে পারলে তারা আগামীতে দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণে বলিষ্ঠ ভূমিকা পালন করবেন। সেই সাথে বেশি বেশি প্রচার করে ভোটারদের কাছে দাঁড়িপাল্লা প্রতীককে পরিচিত করে তুলতে হবে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আমরা যদি নির্বাচনে সর্বাত্মক ভূমিকা পালন করতে পারি তাহলে আল্লাহর রাহমতে ও জনগণের সমর্থনে নীলফামারীর চারটি আসনেই জামায়াতে ইসলামীর প্রার্থীগণ বিজয়ী হবেন ইনশাআল্লাহ।
দায়িত্বশীল সমাবেশে বিশেষ অতিথি অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য ও নীলফামারী জেলা সাবেক আমীর আব্দুর রশিদ, নীলফামারী জেলা আমীর ও ১ নং আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। আরও বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর ড. খায়রুল আনাম, ২ নং আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও জেলা সহকারী সেক্রেটারি এ্যাডভোকেট আল ফারুক আবদুল লতিফ, ৩ নং আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও জেলা মজলিসে শূরা সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফি। উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য জনাব মনিরুজ্জামান মন্টু, জেলা কর্মপরিষদ সদস্য ও অফিস বিভাগীয় সেক্রেটারি প্রভাষক আব্দুল কাদিম, জেলা কর্মপরিষদ সদস্য ও নীলফামারী সদর আমীর আমীর মাওলানা আবু হানিফা শাহ, জেলা কর্মপরিষদ সদস্য আব্দুল মালেক শাহ।