এডিশন ডেস্ক::
সাতক্ষীরার কালিগঞ্জে অন্যতম উন্নয়ন সংস্থা প্রত্যয় এর উদ্যোগে কালিগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমানকে সংবর্ধনা প্রদান করা হয়।
৬ সেপ্টেম্বর (শনিবার) সকাল ১১ টায় প্রত্যয় কালিগঞ্জ শাখা কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ডি এম ডি শেখ নাজমুল হুদার সঞ্চালনায় সভাপতিত্ব করেন প্রত্যয় এর চেয়ারম্যান আজগার আলী। আরে বক্তব্য রাখেন প্রত্যয় এর ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, ম্যানেজিং ডিরেক্টর সিরাজুল ইসলাম প্রমুখ। সংবর্ধিত অতিথি ওসি মিজানুর রহমান বলেন, মানবতার কল্যাণে যেভাবে কাজ করে যাচ্ছে, সঠিক পথে পরিচালিত হয়ে সে কাজ অব্যাহত থাকুক সেই প্রত্যাশা রইল। তিনি আইন-শৃঙ্খলা রক্ষায় সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।