এডিশন ডেস্ক::
পাইকগাছা পৌর বিএনপির আয়োজনে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার বিকালে সরল খা যুব সংঘে এ বৃক্ষ রোপণ কর্মসূচির আয়োজন করা হয়। ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক আসলাম পারভেজ। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা লাকি, সাবেক কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ। পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহর আলী সরদারের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান, পৌর মহিলা দলের আহ্বায়ক এডভোকেট রাশনা শারমিন আঁখি ,বাসন্তী মন্ডল, শিউলী আক্তার, নাজমিন নাহার,রায়সা বিবি,হালিমা,শাহিদা বেগম,ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, মোঃ কাইয়ুম সরদার, সাবেক কাউন্সিলর মনিরুল ইসলাম মন্টু,সাবেক সভাপতি মোঃ ইমদাদুল হক, মোঃ সিরাজ উদ্দিন, জাকির সরদার, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন সরদার, ইব্রাহিম মোল্লা, মোঃ শাহাদুল ইসলাম, তুষার সরদার, আলামিন মোড়ল,রাজু মন্ডল, বিল্লাল দপ্তরী,আনারুল ইসলাম, ওবায়দুল্লাহ সরদার,আবু জাফর,যুব নেতা রুস্তম আলী, আনারুল ইসলাম, এরশাদ আলী, মোঃ বাপ্পি, রেজাউল ইসলাম রেজা,আলতাফ সরদার,ফয়সাল সরদার সহ দলীয় নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীর মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।