এডিশন ডেস্ক::
পাইকগাছায় গাছের ডাব বিক্রি করাকে কেন্দ্র করে প্রতিবেশী এক দম্পতি কে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। আহত দম্পতি আব্দুল মোমিন গাজী (৩২) ও সালমা বেগম (২৭) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার বিরাশি গ্রামে এ ঘটনা ঘটে। হাসপাতালে চিকিৎসাধীন বিরাশি গ্রামের মৃত আনসার গাজীর ছেলে আব্দুল মোমিন বলেন আমার পিতা জীবিত থাকাকালীন সময়ে বসতবাড়ি সংলগ্ন সরকারি পুকুর পাড়ে একটি নারিকেল গাছের চারা রোপণ করে। ২০ বছরের ও অধিক সময় নারিকেল গাছ টি পরিচর্যা এবং গাছের ফল ভোগ দখল করে আসছি আমরা। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে আমি মৎস্য লীজ ঘেরে অবস্থান করছিলাম এ সুযোগে প্রতিবেশী প্রতিপক্ষ মৃত সরু গাজীর ছেলে মুজিবর রহমান গাজী (২৬) আমাদের ভোগ দখলে থাকা গাছের ডাব বিক্রয় করে দেয়। এসময় আমার স্ত্রী সালমা বেগম তাকে নিষেধ করলে সে আমার স্ত্রী কে অকথ্য ভাষায় গালিগালাজ সহ মারপিট করতে উদ্যত হয়। পরের দিন বুধবার সকাল সাড়ে ৭টার দিকে মুজিবর আমার দোকানের সামনে আসলে ডাব বিক্রির বিষয়ে তার কাছে জানতে চাইলে তার সাথে আমার কথা-কাটাকাটি ও ধাক্কা ধাক্কি হয়। এক পর্যায়ে মুজিবর বাড়ি থেকে ধারালো দা এনে আমার আমার মাথায় কুপিয়ে জখম করে। এসময় আমার স্ত্রী সালমা বেগম ঠেকানোর চেষ্টা করলে মুজিবর ও তার স্ত্রী শিউলি বেগম তাকে ও গুরতর আহত করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছিল।