এডিশন ডেস্ক::
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের হাটহাজারী (দক্ষিণ) উপজেলার শিকারপুর ও বুড়িশ্চর ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগে নজুমিঞা হাটস্থ এ বি ব্যাংক চত্বরে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১২ সেপ্টেম্বর বিকেলে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি নেতা লায়ন মোঃ হারুন অর রশীদ চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও বিজিএমইএ’র প্রাক্তন সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম ফজলুল হক।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলার সাবেক চেয়ারম্যান ও বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম চৌধুরী, আলহাজ্ব জাকের হোসেন চেয়ারম্যান, এম খায়রুন্নবী, সাবেক প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব খোরশেদ আলম চৌধুরী, নুর হোসেন মেম্বার। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনপি নেতা এস এম মহিউদ্দিন মাসুদ ও এ্যাড. মোহাম্মদ আইয়ুব।
জনসভার প্রথমার্ধে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রধান অতিথির নেতৃত্বে এক বর্নাঢ্য র্যালী কাপ্তাই সড়ক প্রদক্ষিন করেন।