এডিশন ডেস্ক::
জামায়াতে ইসলামির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাতক্ষীরা জেলা জামায়াতের সাবেক আমীর অধ্যক্ষ মুহা: ইজ্জত উল্লাহ বলেছেন, অতীতের তুলনায় বর্তমানে জামায়াতে ইসলামির প্রতি মানুষের প্রত্যাশা বেড়েছে। মানুষ দেশকে নতুন আঙ্গিকে দেখতে চায়।
শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় সাতক্ষীরা আল-আমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে মসজিদের ইমাম ও খতিবদের নিয়ে দিন ব্যাপি কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা ওসমান গণির সভাপতিত্বে ও জেলা কর্মপরিষদ সদস্য ড. রুহুল আমিনের সঞ্চালনায় জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও সাতক্ষীরা জামায়াতের সাবেক আমীর মুহাদ্দিস আব্দুল খালেক, জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, জেলা কর্মপরিষদ অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী প্রমুখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, জনগণ দেশের আমানত জামায়াতে ইসলামীর কাছে তুলে দিতে চায়। আওয়ামী লীগ দেশের গণতান্ত্রিক কাঠামো সম্পূর্ণরূপে ধ্বংস করেছে, রাজনৈতিক পরিসর মারাত্মকভাবে সংকুচিত করেছে এবং তাদের বিগত ১৫ বছরের স্বৈরাচারী ও লুটপাটের শাসনামলে বাংলাদেশের সার্বভৌমত্বকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হয়েছে। এ অবস্থায় সকলকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে জামায়াত ইসলামীর সঠিক কর্মপন্থা মানুষের কাছে পৌঁছে দিতে হবে।