এডিশন ডেস্ক::
সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় মৎস্য চাষিরা তাদের মৎস্য চাষের পাশাপাশি ফসলের উৎপাদন করে যাচ্ছে। এবার বাম্পার ফলনের আশা করছেন কৃষকেরা । সরজমিনে পরিদর্শন কালে পারুলিয়ার সেকেন্দ্রার মৎস্য চাষের এলাকায় যাওয়া হয়। মৎস্য চাষের ঘেরের বেড়িবাঁধে খাদ্যের উপযুক্ত ফসল চাষের দৃশ্য দেখা যায়। এভাবে সেখানকার চাষিরা সাফল্যের দিকে এগিয়ে যেতে চলেছে। একটি বেড়িবাঁধে লাইনে কুমড়া গাছ। সেই গাছে সারিতে কুমড়া ঘেরে সাইটে মাচানে ঝুলন্ত অবস্থায়। বাঁধের উপর ঢেড়ষ,সোসা,লাউ,ঝিঙে, পল্লা,চালকুমড়া, পৈশাক সহ-সবজির চাষে এলাকার অনেকেই সাফল্যে অর্জনের চেষ্টায়।

তাদের ওই চাষের ক্ষেত্রে সরকারি সহায়তার প্রয়োজন।সারকিটনাসকের অতিরিক্ত দামবেড়ে যাওয়ার ফলে ক্ষেতের থেকে ফসল উঠায়ে বাজারে নিয়ে দামকমে বিক্রি করতে হয়। অনেক মাছও ফসলের চাষিদের কাছে চাষের বিষয় জানতে চাইলে বলেন,আমরা চেষ্টায়,মাছের চাষের পাশাপাশি ফসলের চাষ করতে। যাহাতে আমরাও ক্রেতাদের উপকার পেতেপারে।দেখা যায়, মাঠে অনেক ফসল হয়েছে,এর মধ্যে বেশকিছু ফসল ইদুরে কামড়ে,পোকা লেগেও পোঁচাধরায় হিমসিম খেতে হয়।এরপরেও হাল ছেঁড় দেওয়া হয়নি। জীবিকা নির্বাহ মাছও একমাত্র ফসলের চাষ।