এডিশন ডেস্ক::
নরসিংদীর রেল যোগাযোগ এর জন্য নতুন সুখবর আসছে। নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীর সহযোগিতায় নরসিংদী রেল স্টেশন দ্রুতই একটি আধুনিক রেল স্টেশনে পরিণত হচ্ছে বলে জানা যায়।
নরসিংদী রেল ষ্টেশনের ২ নম্বর প্লাটফর্ম বর্ধিতকরণ সহ উভয় প্লাটফর্মের ছাউনি সম্প্রসারণ,পর্যাপ্ত সংখ্যক লাইট ও ফ্যান স্থাপন, যাত্রীদের বসার জন্য আধুনিক বেঞ্চ স্থাপন, সুপেয় পানির ব্যবস্থা, ডিজিটাল সাইনবোর্ড প্রতিস্থাপনসহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য তিনি কাজ করে যাচ্ছেন বলে জানান,আমজাদ জুয়েল, সভাপতি, নরসিংদী রেল যাত্রী অধিকার ফোরাম।
আমজাদ হোসেন জুয়েল আরও জানান,নরসিংদী রেল যাত্রী অধিকার ফোরামের আবেদনের পরিপ্রেক্ষিতে এসব উন্নয়ন সাধিত হচ্ছে। ইতিপূর্বে নরসিংদী জেলা প্রশাসক নরসিংদী রেল ষ্টেশনে তিনটি আন্তঃনগর ট্রেন মহানগর প্রভাতি (৭০৪), মহানগর গোধূলি (৭০৩) ও উপবন এক্সপ্রেস (৭৪০) এর স্টপেজ কার্যকর করতে জোড়ালো ভূমিকা রেখেছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারে প্রসংশিত হয়েছেন।
নরসিংদী রেল যাত্রী অধিকার ফোরামের পক্ষ থেকে জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীর প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন।