এডিশন ডেস্ক::
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় নিখোঁজের একদিন পর মঙ্গলবার সন্ধ্যায় অমন্ত সেন তঞ্চঙ্গ্যা (৪৬) নামে এক টমটম (অটোরিকশা) চালকের ম/র/দে/হ উদ্ধার করা হয়েছে। তিনি আলেক্ষ্যং ইউনিয়নের ৯নং ওয়ার্ড নাতিন ঝিরি পাড়ার মৃত ধল্যা তঞ্চঙ্গ্যার ছেলে।
রোয়াংছড়ি থানা পুলিশ জানায়, রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে নাতিন ঝিরি পাড়া এলাকার সাবেক ইউপি সদস্য মেদুক মারমার ভাড়াটিয়া বাড়ির পেছনের রাস্তায় এ ঘটনা ঘটে। রাতের আঁধারে দুর্বৃত্তরা তাকে হত্যার পর নদীতে ফেলে দেয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
সোমবার সকালে বাড়িতে না ফেরায় খোঁজাখুজির এক পর্যায়ে স্থানীয়রা রাস্তায় প্রচুর রক্ত, ধস্তাধস্তির চিহ্ন এবং রাস্তার নিচে নদীর দিকে টেনে নিয়ে যাওয়ার আলামত দেখতে পান। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস কর্মী, ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা ও স্থানীয়রা ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় রক্তমাখা বাঁশ ও কাঠের টুকরো উদ্ধার করা হয়।
অমন্ত সেন তঞ্চঙ্গ্যার মা আইল্যাবি তঞ্চঙ্গ্যা অভিযোগ করে বলেন,
“আমার ছেলে রোয়াংছড়ি বাজার থেকে ফেরার পথে কে বা কারা ভারী লাঠি দিয়ে আঘাত করে হত্যা করেছে। পরে মৃত্যু নিশ্চিত করে নদীর পানিতে ভাসিয়ে দিয়েছে।”
রোয়াংছড়ি থানার এসআই শুভ্রমুকুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
“সকালে ঘটনাস্থলে গিয়ে প্রচুর রক্ত ও আলামত পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে নদীতে ফেলা হয়েছে।”
অবশেষে নিখোঁজের একদিন পর আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ক্যাচিংঘাটা নদী থেকে অমন্ত সেন তঞ্চঙ্গ্যার মরদেহ উদ্ধার করা হয়। বর্তমানে মরদেহটি ছাইঙ্গা ধানেশ পাড়া ঘাটে রাখা হয়েছে।