এডিশন ডেস্কঃ
সাতক্ষীরার শ্যামনগরে জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং টেকসই জীবিকার উন্নয়নের লক্ষ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশনের (NGF) বাস্তবায়নাধীন Resilient Homestead & Livelihood Support to the Vulnerable Coastal People of Bangladesh (RHL) প্রকল্পের আওতায় ১,২০০ জন উপকারভোগীর প্রত্যেককে পাঁচটি করে চারা দেওয়া হয়। ফলে মোট ৬ হাজার চারা বিতরণ করা হয়েছে।
বিতরণকৃত চারাগুলোর মধ্যে রয়েছে নিম, নারিকেল, কদবেল, আম ও পেয়ারা। এগুলো উপকূলীয় পরিবেশের সাথে মানানসই হওয়ায় আঙিনা সবুজায়ন, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং দীর্ঘমেয়াদি পরিবেশগত ও অর্থনৈতিক সুবিধা দেবে বলে আশা করা হচ্ছে।
চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী জনাব মাসুদুল হক সবুজ, একাউন্টস এন্ড এডমিন এস এম ফয়সাল আহমেদ, মনিটরিং অফিসার নাজমুল আলম, এগ্রিকালচার অফিসার আব্দুল্লাহ আল হাদী এবং অন্যান্য কমিউনিটি মোবিলাইজেশন অফিসাররা। এ সময় চারাগুলো সঠিকভাবে রোপণ ও সংরক্ষণ সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন মো. অয়েজ কুরুনী (Community Mobilization Officer – Forestry)।
আয়োজকরা জানান, এই উদ্যোগ শ্যামনগরের উপকূলীয় জনগোষ্ঠীর জন্য একটি সবুজ ও টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।