এডিশন ডেস্ক::
খুলনা জেলার কয়রা উপজেলায় ৫২ তম জাতীয় স্কুল মাদ্রাসার গ্রীষ্মকালীন ক্রিয়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
বুধবার ( ১৭ সেপ্টেম্বর) ৫২ তম জাতীয় স্কুল ও মাদরাসার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা- ২০২৫ এর ভেন্যু পর্যায়ের ফুটবল খেলা কয়রা মদিনাবাদ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় ভেন্যুতে অনুষ্ঠিত হয়।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ।
ভেন্যু প্রধান হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব মোঃ ইসমাইল হোসেন।
এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,সহকারী প্রধান, সহকারী শিক্ষক ও ক্রীড়া পরিচালকগণ উপস্থিত ছিলেন।