এডিশন ডেস্ক::
বান্দরবান জেলা স্টেডিয়ামে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে তারুণ্যের উৎসব জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৫-এর একটি গুরুত্বপূর্ণ খেলা। এতে মুখোমুখি হয় স্বাগতিক বান্দরবান জেলা দল ও ফেনী জেলা দল। টানটান উত্তেজনাপূর্ণ খেলায় উভয় দলের আক্রমণ–প্রতি-আক্রমণে দর্শকরা রোমাঞ্চিত হলেও শেষ পর্যন্ত ম্যাচটি গোলশূন্য ড্রয়ে শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শামীম আরা রিনি। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার)। খেলায় সভাপতিত্ব করেন জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি জাবেদ রেজা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “খেলাধুলা শুধু বিনোদনের নয়, এটি তরুণ সমাজকে সুস্থ ও সুন্দর পথে এগিয়ে নিয়ে যায়। জাতীয় পর্যায়ের এই আয়োজন তরুণদের মাঝে নতুন উদ্দীপনা সঞ্চার করবে।”
সভাপতি জাবেদ রেজা তার বক্তব্যে বলেন, “ফুটবল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা। বান্দরবান জেলা ফুটবল অ্যাসোসিয়েশন সবসময় তরুণদের উৎসাহিত করতে কাজ করে যাচ্ছে। এ ধরনের আয়োজন বান্দরবানের খেলোয়াড়দের জাতীয় পর্যায়ে নিজেদের তুলে ধরার সুযোগ করে দেবে।”
দর্শকদের উচ্ছ্বাস আর খেলোয়াড়দের প্রাণবন্ত পারফরম্যান্সে পুরো মাঠই পরিণত হয় এক উৎসবমুখর পরিবেশে।