এডিশন ডেস্ক :
বাগেরহাটে সংসদীয় আসন সংখ্যা চার থেকে তিনে নামিয়ে আনার প্রস্তাবের বিরুদ্ধে টানা দ্বিতীয় দিনের মতো চলছে নির্বাচন অবরোধ ও অবস্থান কর্মসূচি। সকাল থেকে দুপুর দুইটা পর্যন্ত জেলার প্রতিটি উপজেলা পর্যায়ে সর্বদলীয় সম্মিলিত জোটের নেতৃবৃন্দের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হচ্ছে।
প্রথম দিনের মতো আজও বিপুল সংখ্যক সাধারণ মানুষ, রাজনৈতিক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এতে অংশ নিয়েছেন। জেলা সম্মিলিত জোট ছাড়াও বিএনপি ও জামায়াতে ইসলামের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতারাও বাগেরহাটে আন্দোলনে যোগ দিয়েছেন।
বক্তারা জানান, বাগেরহাটবাসীর একটাই দাবি—জেলায় অবশ্যই চারটি আসন বহাল রাখতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ-অবস্থান কর্মসূচি চলবে। তবে হিন্দু সম্প্রদায়ের আসন্ন পূজা উপলক্ষে আন্দোলন আংশিক শিথিল করা হবে বলে জানিয়েছেন নেতারা।
এদিকে আন্দোলনকারীরা ইতিমধ্যে হাইকোর্টে রিট দায়ের করেছেন। আদালতের রায় না আসা পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়েছে।
বাগেরহাটের সাধারণ মানুষের মতে, সাংবিধানিক অধিকার রক্ষার আন্দোলন এখন এক ঐক্যবদ্ধ জনআন্দোলনে পরিণত হয়েছে।