এডিশন ডেস্ক::
সাতক্ষীরার কালিগঞ্জে জামায়াতে ইসলামীর কৃষ্ণনগর ইউনিয়ন শাখার উদ্যোগে গ্রামীণ জনগোষ্ঠীর জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় মানপুর মহিলা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ক্যাম্পের উদ্বোধন করেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “চিকিৎসা জনগণের মৌলিক অধিকার, এটি নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু অতীতের শাসকরা জনগণকে সঠিক সেবা না দিয়ে শোষণ করেছে। রাষ্ট্রীয় অর্থের যথাযথ ব্যবহার না হওয়ায় স্বাস্থ্যখাতসহ সবখানেই অনিয়ম ও দুর্নীতি বেড়েছে।” তিনি আরও বলেন, “সরকারি হাসপাতালের বেহাল অবস্থা আজ কারও অজানা নয়। অল্প কয়েকজন দুর্নীতিবাজ রাষ্ট্রীয় অর্থ আত্মসাৎ করে লাভবান হচ্ছে। অথচ দেশে সম্পদের অভাব নেই, অভাব সৎ ও দক্ষ মানুষের।
তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় আসতে পারলে শিক্ষা, চিকিৎসা, কাবিখা-কাবিটার অর্থের পূর্ণ ব্যবহার সহ সব ধরনের নাগরিক সেবা নিশ্চিত করবে ইনশাআল্লাহ। গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আমরা কাজ করে যাচ্ছি। শোষণ বঞ্চনা মুক্ত সমাজ বিনির্মানে তিনি সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী সেক্রেটারি সহকারী অধ্যাপক মাওলানা মোশাররফ হোসেন চৌধুরী, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাস্টার ইউসুফ আলী, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি জামাল ফারুক প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি সহকারী অধ্যাপক জামাল ফারুক।
গ্রামীণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ক্যাম্পে চিকিৎসা গ্রহণের জন্য ব্যাপক সাড়া দেখা যায়।