এডিশন ডেস্কঃ
খুলনাতে তিন চাকার অটোর বিষয়ে যে ধরণের সিদ্ধান্ত আসতে যাচ্ছে –
১.অটোতে ৪ জনের বেশি উঠাতে পারবে না।ড্রাইভারের ডানে কিংবা বামে কোনো যাত্রীকে বসানো যাবে না।
২.খুলনাতে প্রায় ৭ হাজার অটোর জন্য সিটি কর্পোরেশন কর্তৃক অনুমোদন দেওয়া রয়েছে।অনুমদিত অটো ব্যাতিত অন্যান্য অটো সিটি কর্পোরেশন প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।
৩.অনুমদিত অটোগুলোকে ২ সিফটে ভাগ করে দেওয়া হবে।
৪.নির্ধারিত সিফটের অটোর জন্য নির্দিষ্ট কালার বাছাই করে দেওয়া হবে।অর্থাৎ ২ সিফটে ২ কালারের অটো চলবে।
৫.কেএমপি এর উদ্যোগে শহরের অভ্যন্তরীণ সড়কের নিয়মশৃঙ্খলাগুলো অটো চালকদের মাঝে প্রশিক্ষণের ব্যবস্থা করা।যা ইতিমধ্যে কেএমপি কমিশনারের নির্দেশনায় ধারাবাহিক ভাবে বাস্তবায়িত হচ্ছে।