এডিশন ডেস্কঃ
খুলনা জেলার রূপসা উপজেলায় একই নামে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের কারণে শিক্ষার্থীরা বিভ্রান্তিতে পড়ছে এবং শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ সমস্যা সমাধানের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

১৮ সেপ্টেম্বর বেলা ১১টায় রূপসা কলেজ প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শহিদুল্লাহ বলেন, রূপসার ঐতিহ্যবাহী রূপসা কলেজ ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত হয়ে চার দশক ধরে শিক্ষার আলো ছড়িয়ে আসছে। অপরদিকে, ভৈরব নদীর তীরে ১৯৭২ সালে প্রতিষ্ঠিত “বঙ্গবন্ধু কলেজ” সম্প্রতি সরকারের সিদ্ধান্তে “রূপসা সরকারি কলেজ” নামে পুনঃনামকরণ হওয়ায় নানা ধরনের জটিলতা দেখা দিয়েছে।
তিনি অভিযোগ করেন, একই নামের কারণে ডাকযোগে গুরুত্বপূর্ণ চিঠিপত্র ভুল কলেজে চলে যাচ্ছে, অনলাইন ভর্তি প্রক্রিয়ায় শিক্ষার্থীরা বিভ্রান্ত হচ্ছে। এ বছর প্রায় ৫০ জন শিক্ষার্থী রূপসা কলেজে ভর্তির ইচ্ছা থাকা সত্ত্বেও ভুলক্রমে আবেদন করেছে রূপসা সরকারি কলেজে। অনার্স কোর্সে প্রতিবছর প্রায় ৩০০ জন শিক্ষার্থী আবেদন করলেও এ বছর আবেদন মাত্র ২৫ জনে নেমে এসেছে। এতে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এ সময় রূপসা কলেজের পক্ষ থেকে দাবি জানানো হয়— সদ্য নামকৃত “রূপসা সরকারি কলেজ” এর নাম দ্রুত পরিবর্তন করতে হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন, অধ্যাপক উদ্ভাস চন্দ্র পাল, মো. এমদাদুল হক, প্রভাষক নাসরিন সুলতানা, সহকারী অধ্যাপক নাসরিন নাহার, মো. শহিদুল্লাহ, শ্যামল কুমার দাস, হাফিজুর রহমান, নুসরাত জাহান লিলি প্রমুখ।
সংবাদ সম্মেলন শেষে শিক্ষক-শিক্ষার্থীরা রূপসা-বাগেরহাট মহাসড়কে কলেজের সামনে মানববন্ধন করেন।