এডিশন ডেস্কঃ
খুলনা জেলার ডুমুরিয়ার চুকনগর বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদনের জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় গতকাল ১৮ সেপ্টেম্বর মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

অভিযানকালে দুইটি মিষ্টির দোকানকে আইনের আওতায় আনা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) জনাব অপ্রতিম কুমার চক্রবর্ত্তী।

অভিযান কালে সহকারী কমিশনার (ভূমি) জনাব অপ্রতিম কুমার চক্রবর্ত্তী বলেন জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।