এডিশন ডেস্ক::
বান্দরবানের লামা উপজেলায় আন্তর্জাতিক সেবামূলক সংগঠন ফাইতং এপেক্স ক্লাব-এর উদ্যোগে পাহাড়ি এলাকার সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে বই ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৬টায় বানিয়ার ছড়া স্টেশনে এপেক্স বাংলাদেশ ডিস্ট্রিক্ট-৩ এর সার্বিক সহযোগিতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুকন উদ্দিন মোহাম্মদ এনায়েত উল্লাহ। এছাড়া উপস্থিত ছিলেন সাহাব উদ্দিন শামিম, মিজবাহ উদ্দীন, ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, বিপ্লব হায়দার রুবেল, শরিফুল ইসলাম, ফায়সাল মাহমুদ বাপ্পি, নাজমুল ইসলাম, আমির হোসেন ও শামিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “ফাইতং এপেক্স ক্লাব সবসময় মানবিক কাজে এগিয়ে আসে। অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো তাদের প্রশংসনীয় উদ্যোগ। শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রম নিঃসন্দেহে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে।”
এদিন ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের হাতে বইসহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।
ফাইতং এপেক্স ক্লাবের সদস্য ডিপ্লোমা কৃষিবিদ রুবেল কবির সভাপতির বক্তব্যে বলেন, “আমাদের সংগঠন সবসময় ফাইতং, লামা ও পার্বত্য অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে কাজ করে যাবে। বিশেষ করে শিক্ষার্থীদের সহযোগিতা করাই আমাদের অন্যতম অঙ্গীকার।”