এডিশন ডেস্ক::
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরার উপকূলীয় উপজেলা শ্যামনগরে শুরু হয়েছে দুই দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প। আয়োজকদের দাবি, এতে প্রায় ৫ হাজার মানুষ চিকিৎসা পাচ্ছেন।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে শ্যামনগরের শ্রীফলকাটি মালঞ্চ টেকনিক্যাল কলেজ প্রাঙ্গণে এ ক্যাম্প শুরু হয়। এটি চলবে শনিবার (২০ সেপ্টেম্বর) পর্যন্ত। ক্যাম্পে সাধারণ চিকিৎসার পাশাপাশি ফ্রি রক্ত পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হচ্ছে।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীন বলেন, এই ক্যাম্পে ১৭ জন বিশেষজ্ঞ ডাক্তার চিকিৎসা দিচ্ছেন। দুই দিনে নারী-পুরুষ মিলিয়ে প্রায় পাঁচ হাজার মানুষ চিকিৎসা সেবা পাবেন। শুধু এখানেই নয়, শ্যামনগর, আশাশুনি, কালিগঞ্জ ও দেবহাটার বিভিন্ন ইউনিয়নেও এ ধরনের আরও ক্যাম্প করা হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা ও এলাকার মানুষ যাতে বিনা চিকিৎসায় কষ্ট না পায়, সে চিন্তা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আমার মেয়ে বিদেশ থেকে চিকিৎসা ডিগ্রি নিয়ে এসে আপনাদের সেবা দিচ্ছে এবং সহকর্মীদের সঙ্গে মিলে এই ক্যাম্প আয়োজন করেছে।