এডিশন ডেস্কঃ
সম্প্রীতির যাত্রার সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকার মব এবং সংখ্যালঘু নির্যাতন ঠেকাতে ব্যর্থ হয়েছে। সিসিটিভি ফুটেজ থাকার পরও সরকার কোন ব্যবস্থা নিচ্ছে না। জুলাই শহীদের মূল স্পিরিটের একটা জায়গা ছিল সম্প্রীতির বাংলাদেশ । বর্তমান বাংলাদেশ খুবই ভীতিকর।
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সম্প্রীতির যাত্রার সংবাদ সম্মেলনে এই দাবি করা হয়।
মাহা মির্জা বলেন, কুমিল্লাসহ বিভিন্ন জায়গায় সংখ্যালঘু নির্যাতনের ঘটনাগুলো ঘটেছে, সেগুলোর বিষয়ে সরকারের পক্ষ থেকে কোন ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিলেও কিন্তু কিছুই করা হয় নাই। অন্তর্বর্তীকালীন সরকার মব এবং সংখ্যালঘু নির্যাতন ঠেকাতে ব্যর্থ হয়েছে। বিভিন্ন ধরনের সিসিটিভি ফুটেজ থাকার পরও সরকার কোন ব্যবস্থা নিচ্ছে না।
এই বিষয়ে সরকারের পদক্ষেপে আমরা অবাক হচ্ছি। জুলাইয়ের শহীদেরা কিন্তু মূল স্পিরিটের একটা জায়গা ছিল সম্প্রীতির বাংলাদেশ । বর্তমান বাংলাদেশ খুবই ভীতিকর। বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটেছে সেসব বিষয়ে আমরা ক্ষুব্ধ।